|

ভালুকায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে শোভাযাত্রা ও আলোচনা সভা

প্রকাশিতঃ ২:২২ অপরাহ্ণ | অক্টোবর ১৩, ২০১৯

স্টাফ রিপোর্টার, ভালুকার খবর: ময়মনসিংহের ভালুকায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে বর্ণঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

‘নিয়ম মেনে অবকাঠামো গড়ি, জীবন ও সম্পদের ঝুঁকি হ্রাস করি’ প্রতিপাদ্যকে সামনে নিয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে ওই আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন হয়েছে।

রবিবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে র‌্যালি বের হয়ে একই স্থানে এসে মিলিত হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদ মুক্ত মঞ্চে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সাংসদ আলহাজ¦ কাজিম উদ্দিন আহাম্মেদ ধনু। সহকারী কমিশনার (ভূমি) রোমেন শর্মা, উপজেলা আবুল কালাম আজাদ, ভালুকা ফায়ার স্টেশনের সিনিয়ন স্টেশন অফিসার মো. ইকবাল হাসান প্রমুখ।

Print Friendly, PDF & Email