ভালুকায় বাল্য বিবাহ নিরোধ দিবস উদযাপন
প্রকাশিতঃ ৩:২৫ অপরাহ্ণ | অক্টোবর ১৩, ২০১৯
স্টাফ রিপোর্টার, ভালুকার খবর: ভালুকায় বাল্য বিবাহ নিরোধ দিবস উদযাপন উপলক্ষে বর্ণঢ্য শুভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ‘আজকের শিশু আনবে আলো, বিশ্বটাকে রাখবে ভালো’ এই স্লোগানকে সামনে নিয়ে বাল্য বিবাহ নিরোধ দিবস ২০১৯ উদযাপন করা হয়। রবিবার সকাল এ দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা অধিদপ্তরের আয়োজনে ওই র্যালী ও সমাবেশের আয়োজন করা হয়।
র্যালীতে অন্যান্নদের মাঝে উপস্থিত ছিলেন, স্থানীয় সাংসদ আলহাজ কাজিম উদ্দিন আহাম্মেদ ধনু, সহকারী কমিশনার (ভূমি) রোমেন শর্মা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহিদা ফেরদৌসি, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, স্কুল কলেজের শিক্ষার্থীসহ সকল শ্রেণিপেশার মানুষ র্যালীতে অংশগ্রহন করেন।


