|

গফরগাঁওয়ে ‘বানার সেতু’ পরিদর্শন করেন বিভাগীয় কমিশনার

প্রকাশিতঃ ১০:২৯ অপরাহ্ণ | অক্টোবর ১৫, ২০১৯

তারেক সরকার, গফরগাঁও প্রতিনিধিঃ গফরগাঁওয়ে ‘বানর সেতু’ পরিদর্শন করেন বিভাগীয় কমিশনার খন্দকার মুস্তাফিজুর রহমান। ময়মনসিংহ গফরগাঁও-টোক সড়কে ডাকবাংলো নামক স্থানে বানার নদীর উপর নির্মিত ‘বানার সেতু’ পরিদর্শন করেন ময়মনসিংহ জেলা বিভাগীয় কমিশনার খন্দাকার মুস্তাফিজুর রহমান।

গফরগাঁওয়ে দীর্ঘদিনের স্বপ্ন পূরনে সেতুর শতভাগ নির্মাণ কাজ শেষ হয়েছে।
আগামীকাল বুধবার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেতুর উদ্বোধন করবেন। সেতুটি উদ্বোধনের ফলে গফরগাঁও ,কাপাসিয়া ,শ্রীপুর, হোসেনপুর এলাকার লাখো মানুষের দুঃখ লাঘব হবে।এতে গফরগাঁও শ্রীপুর কাপাসিয়া হোসেনপুর উপজেলার সঙ্গে যোগাযোগ স্থাপন হবে ব্যবসা বাণিজ্য বৃদ্ধি পাবে।

সড়ক ও জনপথ বিভাগের সূত্রে জানা যায়, ইতিমধ্যে সেতুটির শতভাগ নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। উভয় পারের সংযোক সড়ক নির্মাণে জমি অধিগ্রহণের জন্য ব্যয় ধরা হয়েছে ১৭ কোটি টাকা । ২২২.৫৫ ৮ মিটার দৈর্ঘ্য সেতুটি নির্মানে ব্যায় হয়েছে ৩২ কোটি টাকা। সেতুটি উদ্বোধনের মাধ্যমে এ অঞ্চলের মানুষের ঢাকার সাথে যোগাযোগ সহজ হবে । এতে মানুষের জীবন মান আরো উন্নত হবে।দীর্ঘস্বদিনের প্ন পূরণ হতে যাওয়া স্মৃতি ঘিরে গফরগাঁও বাসীর মধ্যে বইছে আনন্দের জোয়ার । পরে তিনি আলতাফ হোসেন গোলন্দাজ আশ্রয়ন প্রকল্প ঘুরে দেখেন ও আশ্রয়ন প্রকল্পের বসবাসরত লোকজনের সাথে কুশল বিনিময় করেন ।টাঙ্গাব ইউনিয়ন পরির্দশন করেন ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মাহবুবুর উর রহমান, সহকারী কমিশনার (ভুমি)আবুল মুনসুর, টাংগাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোফাজ্জল হোসেন সাগর প্রমূখ। এ সম স্থানীয় জনপ্রতিনিধি ,গণ্যমান্য ব্যক্তিবর্গ ,মুক্তিযোদ্ধা ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন ।

Print Friendly, PDF & Email