ভালুকায় হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের উপজেলা ও পৌর কমিটি গঠন
প্রকাশিতঃ ১০:৩৮ অপরাহ্ণ | জুন ১৯, ২০২৫

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট, ময়মনসিংহ দক্ষিণ জেলার আওতাধীন ভালুকা উপজেলা ও পৌর কমিটি গঠন করা হয়েছে। ফ্রন্টের জেলা আহ্বায়ক দেবব্রত দাস দুকুল ও সদস্য সচিব সংগ্রাম বর্মণের যৌথ স্বাক্ষরে এই কমিটি ঘোষণা করা হয়।
৪১ সদস্য বিশিষ্ট ভালুকা উপজেলা কমিটিতে উজ্জ্বল বিশ্বাসকে সভাপতি ও রানা মোহন সরকারকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।


অন্যদিকে, ২৫ সদস্য বিশিষ্ট ভালুকা পৌর কমিটিতে সভাপতি হয়েছেন প্রদীপ বণিক এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন অসীম কুমার মোদক।

নবগঠিত এ কমিটি ধর্মীয় ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ফ্রন্টের নেতৃবৃন্দ।