|

ভালুকা উপজেলা নবীন লীগের নয়া সভাপতি সৃজন, সম্পাদক লিমন

প্রকাশিতঃ ১২:৪৭ পূর্বাহ্ণ | ডিসেম্বর ১৩, ২০১৯

নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবর: বাংলাদেশ আওয়ামী নবীন লীগ ময়মনসিংহ জেলা শাখার অন্তর্গত ভালুকা উপজেলা শাখা নবীন লীগের সভাপতি সৃজন সরকার ও তাসকিন মাহমুদ লিমনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

১২ ডিসেম্বর বৃহস্পতিবার বাংলাদেশ আওয়ামী নবীন লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি লুৎফর রহমান সুইট ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শাকিল ওই কমিটির অনুমোদন দেন।

আগামী ৬ মাসের জন্য মিন্টু রাজকে সিনিয়র সহ-সভাপতি, এস এম রাইয়ান মাসুদ, শাহাদাত হোসেন প্রান্ত, আরিফুল ইসলাম আরিফ ও নাহিদুল ইসলাম নানককে সহ-সভাপতি , সাজ্জাদ হোসেন সাদকে সিনিয়ন যুগ্ম সাধারণ সম্পাদক, আবরি খান, আকাশ কুমার আনছারুল ইসলাম তানভীর, হৃদয় সরকারকে যুগ্ম সাধারণ সম্পাদক, শরীফ রাজ কুমারকে সাংগঠনিক সম্পাদক ও আরিফ মিয়াকে সহ-সাংগঠনিক সম্পাদক, নুওশাদ হাসান শিপনকে দপ্তর সম্পাদক ও জহরুল ইসলাম রুমানকে সহ-দপ্তর সম্পাদক এবং লিহাদ হাসানকে প্রচার সম্পাদক করে মোট ১৭সদস্য বিশিষ্ট ওই কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

ভালুকা উপজেলা শাখা নবীন লীগের সভাপতি সৃজন সরকার বলেন, ‘ বাংলার রাখাল রাজা বঙ্গবন্ধুর আদর্শে ও সফল রাষ্ট্রানায়ক মমতামী মা শেখ হাসিনার আদেশ বাস্তবায়নে সহায়ক হতে তরুণদের সমপৃক্ত করাই হবে আমাদের মূল কাজ। নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের জন্য ভালুকাবাসীর দোয়া ও সহযোগীতা চাই’।

Print Friendly, PDF & Email