ভালুকায় ডিজিটাল দিবস পালিত
প্রকাশিতঃ ১১:৪০ অপরাহ্ণ | ডিসেম্বর ১৩, ২০১৯
নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবরঃ ১২ ডিসেম্বর ভালুকায় সত্য মিথ্যা যাচাই আগে, ইন্টারনেট শেয়ার পরে এই প্রতিপাদ্য বিষয়ে বাংলাদেশ ডিজিটাল দিবস ২০১৯ পালিত হয়।
এ উপলক্ষ্যে ভালুকা উপজেলা প্রশাসন, তথ্য ও প্রযুক্তি অধিদপ্তরের যৌথ উদ্যোগে সকালে উপজেলা পরিষদ চত্বর হতে একটি র্যালি বের হয় ও পরে উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে র্যালি সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌর মেয়র ডা. এ কে এম মেজবাহ উদ্দিন প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার চাঁন মিয়া, উপজেলা নির্বাচন অফিসার, উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, ভালুকা আইসিটি ক্লাবের সভাপতি জুবায়ের রাজু, সাধারণ সম্পাদক লিটন আহাম্মেদসহ ক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ, উদ্যোক্তা ও স্কুল কলেজের শিক্ষার্থীবৃন্দ।
পরে ডিজিটাল দিবস উপলক্ষ্যে ভালুকা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এক চিত্রাংকন প্রতিযোগীতার আয়োজন করা হয়।


