|

সংস্কারের অভাবে ভালুকা স্মৃতিসৌধ থেকে মুছে যাচ্ছে শহীদগণের নাম

প্রকাশিতঃ ২:৩৮ অপরাহ্ণ | ডিসেম্বর ১৪, ২০১৯

নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবর: ময়মনসিংহের ভালুকা উপজেলার বাসস্ট্যান্ড চত্বরের পর্ব-দক্ষিণ পাশে অবস্থিত ভালুকা স্মৃতিসৌধ। দৃষ্টিনন্দন স্থাপনাটিতে শহীদ মুক্তিযোদ্ধাগণের নামগুলো রয়েছে স্মৃতিসৌধের এক পাশের ফলকে। দীর্ঘদিন ধরে সংস্কার না করায় ফলক থেকে মুছে যাচ্ছে সাব সেক্টর কমান্ডার মেজর আফসার বাহিনীর শহীদ মুক্তিযোদ্ধাদের নাম।

সংরক্ষণের অভাবে হারাতে বসেছে শহীদ মুক্তিযোদ্ধাদের নামের তালিকা। ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধে মেজর আফসার বাহিনীর শহীদ মুক্তিযোদ্ধাদের নামের তালিকা স্মৃতিসৌধে সংরক্ষণ করা হয়েছিল। স্মৃতি সৌধের নাম ফলকটি দ্রæত সংস্কারের দাবি জানিয়েছেন, মুক্তিযোদ্ধাসহ তাদের পরিবার ও স্বজনরা।

ভালুকা উপজেলার বেশ কিছু মুক্তিযোদ্ধার সঙ্গে কথা বলে জানা যায়, আফসার উদ্দিনের নামেই পরিচিত এ বাহিনী। অস্ত্র সংগ্রহ ও প্রশিক্ষণসহ সব কাজই সেরেছে দেশের ভেতর।
শত্রুদের কাছ থেকে অস্ত্র কেড়ে নিয়ে তা দিয়েই শত্রুর মোকাবিলা করে গঠন করা হয়েছিলো সাড়ে চার হাজার সদস্যের এই বাহিনী। ভালুকা, ত্রিশাল, ফুলবাড়িয়া, গফরগাঁও, শ্রীপুর, জয়দেবপুর, মীর্জাপুর, কালিয়াকৈরসহ আশপাশের বেশ কিছু এলাকা হানাদারমুক্ত করতে সক্ষম হয়েছিল আফসার বাহিনীর সদস্যরা।

মুক্তিযুদ্ধ চলাকালীন মল্লিকবাড়ি ইউনিয়নের ধামশুর গ্রামের শহীদ মো. নাজিম উদ্দিন, শহীদ আব্দুল মান্নান, মেদুয়ারী ইউনিয়নের শহীদ মো. মোমতাজ, হবিরবাড়ী ইউনিয়নের পাড়াগাঁও গ্রামের শহীদ মো. শমসেরসহ আর অনেকেই শহীদ হয়েছিলেন।

ভালুকা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডিপুটি কমান্ডার গোলাম মোস্তফা খান ও আফসার বাহিনীর সেকেন্ড ইন কমান্ড নুরুল ইসলাম স্মৃতিসৌধের শহীদ মুক্তিযোদ্ধাদের নামের তালিকা সংরক্ষণের ফলকটি সংস্কারের ব্যবস্থা করারর জন্য জোর দাবি জানান।

এ ব্যাপারে ভালুকা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ বলেন, বিষয়টি আমার জানা নেই। আমি বিষয়টি জেনে দ্রুত সংস্কারের ব্যবস্থা নেব।

স্মৃতি সৌধের নামফলকটির দ্রæত সংস্কার করে আগামী প্রজন্ম যাতে ভালোভাবে শহীদদের সম্পর্কে জানতে পারে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ভালুকা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার ও উপজেলা নির্বাহী অফিসার মাসুদ কামাল বলেন, ভালুকা বাসস্ট্যান্ডে অবস্থিত স্মৃতিসৌধের শহীদ মুক্তিযোদ্ধাদের নামের তালিকা সংরক্ষণের ফলকটি অচিরেই সংস্কার করা হবে।

Print Friendly, PDF & Email