|

ভালুকায় ক্রিকেট টুর্নমেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

প্রকাশিতঃ ৩:০২ অপরাহ্ণ | ডিসেম্বর ১৪, ২০১৯

আনোয়ার হোসেন তরফদার, ভালুকার খবর: ভালুকায় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার নিসিন্দা গ্রামে ভোরের আলো একতা ক্লাবের উদ্যোগে ওই ফাইনাল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। খেলায় অংশ গ্রহণ করে ভালুকা পাইলট ক্লাব বনাম এস কে ফাউন্ডেশন।
উক্ত খেলাটি উদ্বোধন করেন ইউ পি সদস্য হাবিবুর রহমান হবি।

ফজলুল হক কাজলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩ নং ভরাডোবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলম তরফদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্চলীগ শ্রমিক লীগের সহ-সভাপতি আলা উদ্দিন আল আজাদ, কৃষকলীগের ইউনিয়নের সভাপতি আফতাব উদ্দিন পাঠান, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রফিকুল ইসলাম রফিক, শ্রমিক নেতা সাইফুল ইসলাম, ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পারভেজ, যুগ্ন আহ্বায়ক মাসুদ মন্ডল, ওয়ার্ড শ্রমিক লীগের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, নবীন লীগের ইউনিয়ন সভাপতি রাফিন রাব্বি, নবীন লীগের সহ-সভাপতি রিজন প্রমূখ।

Print Friendly, PDF & Email