|

ভালুকায় নলুয়াকুড়ি জুনিয়র ক্রিকেট ক্লাবের একযুগ পূর্তি উৎসব উদযাপন

প্রকাশিতঃ ১১:০৯ অপরাহ্ণ | ডিসেম্বর ১৬, ২০১৯

নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবর: ভালুকায় হবিরবাড়ি ইউনিয়নের ‘নলুয়াকুড়ি জুনিয়র ক্রিকেট ক্লাবের’ একযুগ পূর্তি উৎসব উদযাপন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকালে নলুয়াকুড়ি রানার মটরস এর সামনে শিক্ষক ও সাংবাদিক সফিউল্লাহ আনসারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন, সুপ্তি সোয়েটার লিঃ এর ব্যাবস্থাপনা পারিচালক মোস্তাফিজুর রহমান মামুন।

অন্যন্নদের মাঝে আরও বক্তব্য রাখেন, নলুয়াকুড়ি জুনিয়র ক্রিকেট ক্লাবের প্রতিষ্ঠাতা শাকিব খাঁন, শিক্ষক আলী আকবর, আল-কোরআন ফাউন্ডেশনের পরিচালক হাবিব জিহাদি, রতন মিয়া,আকরাম আহাম্মেদ, টুটুল আহাম্মেদ প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন, ছাত্রনেতা ও ব্যবসায়ী শামীম আহাম্মেদ, এ্যাডভোকেট শরীফ হাসান, নূরে আলম হবি, সজিব আহাম্মেদ, মোস্তাক আহাম্মেদ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্য সুপ্তি সোয়েটার লিঃ এর ব্যাবস্থাপনা পারিচালক মোস্তাফিজুর রহমান মামুন বলেন, ‘আদর্শ সমাজ গঠন করতে খেলাধুলার প্রয়োজন অধিক। আর আমি সুন্দর ভালুকা গড়তে সবসময় ভালো কাজের পাশে থাকবো ইনশাল্লাহ’।

পরে অতিথিবৃন্দের মধ্যে সম্মাননা স্মারক প্রদান ও কেক কাটার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত করা হয়।

Print Friendly, PDF & Email