|

‘মাদকমুক্ত ভালুকা গড়তে হলে খেলাধুলাকে প্রধান্য দিতে হবে’- আবুল কালাম আজাদ

প্রকাশিতঃ ৫:১৬ অপরাহ্ণ | ডিসেম্বর ২২, ২০১৯

নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবর: ভালুকা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ বলেছেন, ‘মাদকমুক্ত ভালুকা গড়তে হলে খেলাধুলাকে প্রধান্য দিতে হবে। খেলাধুলা আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। মাদকাসক্ত যুবসমাজকে ধ্বংসের করালগ্রাস থেকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই। এ ছাড়া সুস্থ ও সাবলীল শরীর গঠনেও খেলাধুলা নিয়ামক শক্তি হিসেবে কাজ করে’। তাই তিনি ছাত্র ও যুবসমাজকে পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতি চর্চার প্রতি গুরুত্ব দেয়ার আহ্বান জানান।

রবিবার দুপুরে ভালুকা সরকারী কলেজ মাঠে এডোকো‘র আয়োজনে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভালুকা উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ এসব কথা বলেন।

এডোকো‘র ভালুকা অফিসের পরিচালক আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যন্নদের মাঝে বক্তব্য রাখেন, ভালুকা সরকারী কলেজের অধ্যক্ষ আব্দুর রউফ প্রমুখ।

Print Friendly, PDF & Email