|

জেলার শ্রেষ্ঠ ইউএনও ভালুকা মাসুদ কামাল

প্রকাশিতঃ ৭:৩৬ অপরাহ্ণ | ডিসেম্বর ২৩, ২০১৯

নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবরঃ এ বছর উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কর্মকর্তার তালিকায় ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হয়েছেন মাসুদ কামাল। তিনি ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসাবে কর্মরত আছেন। গত ১৯ শে ডিসেম্বর ময়মনসিংহ জেলা প্রশাসক ও শিক্ষক,শিক্ষিকা, ব্যক্তি,প্রতিষ্ঠান,কর্মকর্তা,কর্মচারী বাছাই কমিটির সভাপতি জেলা প্রশাসক মিজানুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ভালুকা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রোমেন শর্মা জানান,অত্যন্ত দক্ষ একজন ইউএনও মাসুদ কামাল,তিনি তার কর্মদক্ষতায় উপজেলা পর্যায়ে দক্ষতার সহিত দায়িত্ব পালন করেছেন। তাই তিনি জেলায় শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার হিসাবে বিবেচিত হয়েছে। ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান জানান,ভালুকার ইউএনও মাসুদ কামাল প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে টিম ওয়ার্ক কাজ করেছে । সেই কারনেই তাকে এবারে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ ইউএনও হিসাবে নির্বাচিত করা হয়েছে।

উল্লেখ্য ২৯তম বিসিএস এর এই কর্মকর্তা ২০১৭সালে ভালুকা উপজেলা নির্বাহী অফিসার হিসাবে যোগদান করেন। মাসুদ কামাল জয়পুরহাট জেলা হতে তার কর্মজীবন শুরু করেন। তিনি নরসিংদীর সদর ও রায়পুরা উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) এ্যাসিল্যান্ড হিসাবে সুনামের সহিত দায়িত্ব পালন করেছেন।তিনি ভালুকায় যোগদান করার পর হতে শিক্ষা ক্ষেত্রে টিম ওয়ার্ক হিসাবে কাজ করেন। যার কারনে ভালুকায় শিক্ষায় ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা গেছে। তাছারা বাল্য বিবাহ,পলিথিন মুক্ত ভালুকা গড়ার পিছনে তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন। পরিবেশ সচেতন এই কর্মকর্তা ভালুকায় পাখির জন্য নিরাপদ আবাসন স্থাপন, গাছে গাছে হাড়িঁ বাঁধা কার্যক্রমে ব্যাপক প্রশংসা কুরিয়েছেন ভালুকা উপজেলায়।

এছারা ভালুকায় কর্মরত উপজেলা শিক্ষা অফিসার জুয়েল আশরাফ জেলার শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসার হয়েছেন। শিক্ষক পর্যায়ে প্রাথমিক শিক্ষক ক্যাটাগরীতে পূর্ব ভালুকা সরকারী  প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাহনারা বেগম জেলার শ্রেষ্ঠ প্রাথমিক  প্রধান শিক্ষক নির্বাচিত ও ব্যক্তি ক্যাটাগরীতে  শ্রেষ্ঠ বিদ্যুৎসাহী সমাজ কর্মী হিসাবে ভালুকার বিশিষ্ঠ ক্রীড়া সংগঠক ওমর হায়াত খান নইম নির্বাচিত হয়েছে।

Print Friendly, PDF & Email