ভালুকায় ‘মানবতার দেয়াল’ উদ্বোধন
প্রকাশিতঃ ১২:৫৬ পূর্বাহ্ণ | ডিসেম্বর ২৪, ২০১৯
নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবর: ভালুকায় স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ডস কমিটির উদ্যোগে ও ‘অভ্যুদয়’ এর সহযোগীতায় ‘মানবতার দেয়াল’ অসহায় শিতার্ত ছিন্নমূল মানুষের জন্য দেয়াল চালু হয়েছে। সোমবার উপজেলা প্রাণী সম্পদ অফিস সংলগ্ন ভালুকা-গফরগাঁও সড়কে ব্যাতিক্রমী ওই মানবিক কাজের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ আবুল কালাম আজাদ।
কিশোরগঞ্জের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নাজনিন মিষ্টি অভিনব এই উদ্যোগ শুরু করেছিলেন। এরপর দেশের বিভিন্ন স্থানে এই মানবতার দেয়াল তৈরি করা হয়েছে।
এই দেয়ালে টাঙানো হ্যাঙ্গারে যে কেউ তার অপ্রয়োজনীয় কাপড় রেখে যেতে পারবেন, আবার শিতার্ত যে কেউ নিজের প্রয়োজনে এখান থেকে কাপড় সংগ্রহ করতে পারবেন।
মানবতার দেয়ালে ‘আপনার অপ্রয়োজনীয় কাপড় ও জিনিসপত্র এখানে রেখে যান, আপনার প্রয়োজনীয় কাপড় ও জিনিসপত্র এখান থেকে নিয়ে যায়’। এমন লেখাযুক্ত দেয়ালে হ্যাঙ্গারে ঝুলানো রয়েছে প্যান্ট, শার্ট, গেঞ্জি, শীতের কাপড়।
এসময় ফ্রেন্ডস কমিটির প্রতিষ্ঠাতা ইসতিয়াক হাসান শোভন, অভ্যুদয়ের সভাপতি আসাদুজ্জামান সুমন, সাংগঠনিক সম্পাদক মোকছেদুর রহমান মামুন, কোষাধ্যক্ষ তারিকুল ইসলাম মিলন, বানিজ্য বিষয়ক সম্পাদক শাহাদাত হোসেন মানিক, সহ-সম্পাদক, সুজিত মিত্র, মোহাম্মদ সেলিম মিয়া, রামিম হাসান, স্বেচ্ছাসেবী সংগঠন বর্ণহীনের সভাপতি হাবিবুর রহামন শান্ত, সহ-সভাপতি মেহিদি হাসান বাবু, ফ্রেন্ডস কমিটির সদস্য মেহিদি হাসান রিফাত, মোহতাছিম অর্নব, মো. মাহফুজুর রহমান, অমিত হাসান খাঁন অমি, মাসুম মিয়া মোস্তফা শেখ, সোহানুর রহমান ঢালী প্রমুখ উপস্থিত ছিলেন।



