ভালুকায় আকাঙ্ক্ষা ফাউন্ডেশনের স্বাস্থ্য সচেতনতামূলক কর্মসূচি
প্রকাশিতঃ ১২:১৭ পূর্বাহ্ণ | ডিসেম্বর ২৫, ২০১৯
নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবর: ভালুকায় স্বেচ্ছাসেবী সংগঠন আকাঙ্ক্ষা ফাউন্ডেশনের স্বাস্থ্য সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার চাপড়বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এসময় লিলি এন্ড তাজ ডেন্টাল কেয়ারের সৌজন্যে স্কুলটির প্রায় ৩শত শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে টুথপেষ্ট, আকাক্সক্ষা ফাউন্ডেশনের পক্ষ থেকে হ্যান্ডওয়াস ও নির্দিষ্ট জায়গায় ময়লা ফেলার জন্য কয়েকটি ময়লার ঝুড়ি উপহার দেওয়া হয়।
এসময় সংগঠনের উপদেষ্টা ডা. জাকারিয়া রুবেল উপস্থিত শিক্ষক শিক্ষার্থীদের উদ্দেশ্যে দন্ত বিষয়ক সম্পর্কে সচেতন করেন ও জীবাণু মুক্ত হাত পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য সচেতন করেন।
আকাঙ্ক্ষা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাসান তাঁর বক্তেব্যে বলেন, ‘ছোটবেলা থেকে শিক্ষার্থীদের এসব অভ্যাস গুলো গড়ে উঠাতে সকলকে আন্তরিক হতে হবে। তাই বাচ্চাদের জন্য আমাদের এই আয়োজন’। আকাক্সক্ষা ফাউন্ডেশন ভালুকাবাসীর জন্য স্বাস্থ্য সেবা নিয়ে সামনে আরোও অনেক কাজ করবে বলেও জানান তিনি।
এসময় অন্যন্নদের মাঝে উপস্থিত ছিলেন, চাপড়বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনুয়ারা খাতুন, স্কুলের সহকারী শিক্ষক ফেরদৌসী বেগম লাকী, আকাঙ্ক্ষা ফাউন্ডেশনের উপদেষ্টা মো. আসাদুজ্জামান সুমন, ইভেন্ট সমন্বয়কারী ও সংগঠনের সহ সভাপতি ফাহিম রহমান তন্ময়, সদস্য শান্ত, সাদিক, মাহিম, মনির, মোহসীন, ফাহাদ, আকাশ, ওবায়দুল, হুমায়ুন, শামিম, রাজিব, জয় প্রমুখ।




