ভালুকায় স্বেচ্ছাসেবী মিলনমেলা ও স্বেচ্ছাসেবী সম্মাননা প্রদান
প্রকাশিতঃ ১১:৫৪ অপরাহ্ণ | ডিসেম্বর ২৮, ২০১৯
নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবর: ভালুকায় সমাজসেবায় উৎসাহমূলক স্বেচ্ছাসেবী সংগঠন ‘অভ্যুদয়’ ৫ম বর্ষে পদার্পণ উপলক্ষ্যে স্বেচ্ছাসেবী মিলনমেলা ও স্বেচ্ছাসেবী সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে উপজেলা পরিষদ মুক্তমঞ্চে ওই স্বেচ্ছাসেবী মিলনমেলা, স্বেচ্ছাসেবী সম্মাননা প্রদান ও আলোকিত স্বেচ্ছাসেবী বদরুল আহসান টিপু শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অভ্যুদয় এর সভাপতি মো. আসাদুজ্জামান সুমনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইঞ্জিঃ জুনায়েত হোসেন রিপেলের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মনিরা সুলতানা মনি, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী অফিসার মাসুদ কামাল, ময়মনসিংহ জেলা পরিষদের চেয়ারম্যান মোস্তুফা কামাল, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, সহকারী কমিশনার (ভূমি) রোমেন শর্মা, শেফার্ড গ্রুপ লিঃ ভালুকার ডি.জি.এম. মোকলেসুর রহমান, ভালুকা সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি কামরুল হাসান পাঠান কামাল, এ্যাপোলো ইনস্টিটিউট অব কম্পিউটার কলেজের অধ্যক্ষ এ.আর.এম. শামছুর রহমান, ভালুকা সরকারী কলেজের উপাধ্যক্ষ কামরুজ্জামান তুহিন, হালিমুন্নেছা চৌধুরানী মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারা নীনা প্রমুখ।



