ভালুকা সন্ত্রাস ও মাদক বিরোধী কনসার্ট
প্রকাশিতঃ ১২:০৬ পূর্বাহ্ণ | জানুয়ারি ০৬, ২০২০
নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবরঃ ভালুকায় বর্তমান সরকারের ১বছর পূর্তি উপলক্ষে সন্ত্রাস ও মাদক বিরোধী কনসার্ট অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকালে ভালুকা সরকারী কলেজ মাঠে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । উপজেলা নির্বাহী অফিসার মাসুদ কামালের সভাপতিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে.এম খালিদ এমপি।
অন্যানের মাঝে বক্তব্য রাখেন, স্থানীয় সাংসদ কাজিম উদ্দিন আহাম্মেদ ধনু, সংরক্ষিত মহিলা আসনের এমপি মনিরা সুলতানা মনি, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি এড.শওকত আলী, সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম মোস্তফা, পৌর মেয়র ডাঃ এ.কে.এম মেজবাহ উদ্দিন কাইয়ুম, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান ড. সেলিনা রশিদ, কলেজের অধ্যক্ষ আব্দুর রউফ, বীর মুক্তিযোদ্ধা কে.এম আবুল হোসেন খান মিলন, যুবলীগের মহিলা বিষয়ক সম্পাদক শেফালী আক্তার এবং উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের পক্ষে মল্লিকবাড়ী ইউপি চেয়ারম্যান এস.এম আকরাম হোসাইন প্রমুখ ।
আলোচনা শেষে বিশেষ এক প্রমান্য চিত্র প্রদর্শণ করা হয়।


