|

গফরগাঁও বিডি ক্লিন টিমের আনুষ্ঠানিক যাত্রা শুরু

প্রকাশিতঃ ১:২৮ পূর্বাহ্ণ | জানুয়ারি ২৭, ২০২০

নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবর: পরিচ্ছন্ন বাংলাদেশের স্বপ্নে গঠিত বিডি ক্লিনের গফরগাঁও উপজেলা টিম আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে। ২৫ জানুয়ারী শনিবার সকাল ১১ টায় উপজেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক অনুষ্ঠানে সংগঠনটির শুভ উদ্ভোধন করা হয়।

বিডি ক্লিন ময়মনসিংহ বিভাগীয় সমন্বয়ক মতিউর রহমান ফয়সাল এর সভাপত্বিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গফরগাঁও উপজেলা নির্বাহী অফিসার কাজী মাহবুব উর রহমান।

এসময় অন্যান্নদের মাঝে আরও উপস্থিত ছিলেন গফরগাঁও উপজেলা মুক্তিযুদ্ধ সংসদ এর সাবেক ডেপুটি কমান্ডার মফিজ উদ্দিন, গফরগাঁও প্রেসক্লাবের সভাপতি আতাউর রহমান মিন্টু ও অ্যাড. সাইফুস সালেহীন প্রমুখ।

বিডি ক্লিন গফরগাঁও উপজেলা টিমের সমন্বয়ক হিসেবে আপেল মাহমুদ, উপ-সমন্বয়ক -ফয়সাল আহমেদ নিয়ম, উপ সমন্বয়ক লজিস্টিক আবুজার আল মামুন রায়হান ও আইটি এন্ড মিডিয়া সমন্বায়ক তরিকুল সানীকে দায়িত্ব দেওয়া হয়।

Print Friendly, PDF & Email