|

বাংলাদেশ বিমানের নতুন চেয়ারম্যানকে ত্রিশাল পৌর মেয়রের সংবর্ধনা

প্রকাশিতঃ ৩:৫৪ অপরাহ্ণ | ফেব্রুয়ারি ০১, ২০২০

আনোয়ার হোসেন তরফদার, ভালুকার খবর: সদ্য দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশ বিমানের চেয়ারম্যান সাজ্জাদুল হাসান কে ত্রিশাল উপজেলা আওয়ামীলীগ নেতা ও দুইবারের নির্বাচিত মেয়র এ বি এম আনিছুজ্জামান আনিছের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়।

শুক্রবার বিকালে শহরের বাসট্যান্ড এলাকায় মেয়র অসুস্থ থাকায় তাঁর পক্ষে উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি মাজহারুল ইসলাম সুমন ও সাধারণ সম্পাদক সুয়েল মাহমুদ সুমন ওই সংবর্ধদা প্রদান করেন।

সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে ত্রিশাল উপজেলা আওয়ামীলীগের সর্বস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বাংলাদেশ বিমানের নবনির্বাচিত চেয়ারম্যান সাজ্জাদুল হাসান বলেন, ‘আমাকে যে সংবর্ধনা দেয়ায় আমি তিশালবাসী তধা মেয়র আনিেেছর প্রতি কৃতজ্ঞতা জানাই। আমি ত্রিশালের জন নন্দীত মেয়র এ বি এম আনিছুজ্জামান আনিছের আশু সুস্থ্যতা কামনা করি।

Print Friendly, PDF & Email