ভালুকায় দুই ট্রাকের সংঘর্ষে নিহত ১
প্রকাশিতঃ ৫:০৭ অপরাহ্ণ | ফেব্রুয়ারি ০১, ২০২০
এ.এম. মিজানুর রহমান মজনু, ভালুকার খবর: ময়মনসিংহের ভালুকা উপজেলায় দুই ট্রাকের সংঘর্ষে খোকন মিয়া (৩৫) নামে এক গাড়ির হেলপারের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (৩১ জানুয়ারি) রাত ১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা বাসস্ট্যান্ডের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত খোকন কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানার বাইরা গ্রামের মো. হোসেন মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রাক ভালুকায় আসলে অপর একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এ সময় হেলপার খোকন মিয়া গাড়ির চাপায় ঘটনাস্থলেই মারা যান।
পরে খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে খোকন মিয়াকে মৃত অবস্থায় উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে।
ভালুকা ভরাডোবা হাইওয়ে পুলিশের এসআই আশরাফ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, রাত ১টার দিকে দুই ট্রাকের সংঘর্ষে হেলপার খোকন মিয়া ঘটনাস্থলেই নিহত হয়।


