বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ ক্রিকেট দলকে আ’লীগ নেতার শুভেচ্ছা
প্রকাশিতঃ ৮:০৬ অপরাহ্ণ | ফেব্রুয়ারি ১০, ২০২০
আনোয়াের হোসেন তরফদার, ভালুকার খবরঃ বাংলাদেশ অনুর্ধ্ব ১৯ ক্রিকেট দল ফাইনালে টস জিতে ফিল্ডিংয়ে নেমেই ভারতের শিবিরে আঘাত আনেন টাইগাররা। আর শেষ আঘাতটাও টাইগারদের ছিলো এই প্রথম কোন আন্তর্জাতিক ম্যাচে জয়লাভ করে ট্রফি নিজেদের করলেন যুবা টাইগাররা।
ফাইনালে বৃষ্টি বাধছিলো কথায় আছেনা যার কপালে জয় তাকে বাঁধে কিসে? বাংলাদেশ টুনামেন্ট অত্যন্ত চমকপ্রদ খেলা খেলে তাদের প্রাপ্য তারা পেয়েছেন। এই জয়লাভ ১৭কোটি বাংলার মানুষ আনন্দের জোয়ারে ভাসছে সবাই যোগাযোগমাধ্যমে অভিনন্দন জানাচ্ছে যুবা টিম এবং কোচিং স্টাফ বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ ক্রিকেট দল।
ভারতকে হারিয়ে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে জয়লাভ করায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল, কোচ, ম্যানেজার এবং সংশ্লিষ্ট সকলকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ আওয়ামীলীগ ময়মনসিংহ জেলা শাখার সদস্য আলহাজ্ব এম এ ওয়াহেদ।
আলহাজ্ব এম এ ওয়াহেদ আশা প্রকাশ করে বলেন, ‘এই খেলোয়াড়ী মনোভাব ধরে রেখে এভাবেই ভবিষ্যতে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাবে।
আমি অনূর্ধ্ব ১৯ ক্রিকেট দলের সকল খেলোয়াড় ও টীম ম্যানেজম্যান্ট কে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বলতে চাই তারা এই জয়ের ধারাবাহিকতা ধরে রাখবেন। ‘০


