|

ভরাডোবা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশিতঃ ৪:৩৩ অপরাহ্ণ | ফেব্রুয়ারি ১৬, ২০২০

আনোয়ার হোসেন তরফদার, ভালুকার খবর: ময়মনসিংহের ভালুকা উপজেলার ঐতিহ্যবাহী ভরাডোবা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার দিন ব্যাপী স্কুল মাঠে ওই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ও ভরাডোবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলম তরফদার সভাপতিত্বে ও প্রধান শিক্ষক আজিজুল হকের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের (ময়মনসিংহ) সংসদ সদস্য মনিরা সুলতানা মনি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব গোলাম মোস্তুফা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপালের শিশু বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর ডা. আজিজুল হক, ভরাডোবা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহবুবুল আলম বাবুল, স্কুলের সাবেক প্রধান শিক্ষক আনিসুজ্জামান, ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আফতাব উদ্দিন পাঠান, সাবেক মেম্বার সাহাব উদ্দিন, ইউপি সদস্য আজিম উদ্দিন প্রমুখ।

Print Friendly, PDF & Email