ভালুকায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বীমা দিবস উদযাপন
প্রকাশিতঃ ৩:০২ অপরাহ্ণ | মার্চ ০১, ২০২০
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ভালুকায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বীমা দিবস উদযাপন করা হয়েছে। ‘বীমা দিবসের শপথ করি, উন্নয়নের দেশ গড়ি’-এ প্রতিপাদ্য কে সামনে রেখে এ বছর সারাদেশে এই প্রথম বীমা দিবস পালন করা হচ্ছে। এ উপলক্ষে ভালুকা উপজেলা প্রশাসন উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মাসুদ কামালের সভাপতিত্বে আলোচনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ, জীবন বীমা কর্রপোরেসন ভালুকা শাখার ম্যানেজার ও ইনচার্জ জামাল উদ্দিন আহমেদ, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ময়মনসিংহের জোন ইনচার্জ মো. হানিফ খান প্রমুখ।


