|

ভালুকায় শহীদের মাগফিরাত কামনায় দোয়া ও কুরআন শরীফ বিতরণ

প্রকাশিতঃ ১০:১০ অপরাহ্ণ | মার্চ ০১, ২০২০

ভালুকায় আল-কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ এর ভালুকা উপজেলা শাখার আয়োজনে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে শাহাদাত বরণকারীদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল ও কুরআন শরীফ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সন্ধ্যায় দেশের ঐতিহ্যবাহী মানবিক সংগঠন আল-কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ এর আয়োজনে মহান মুক্তিযুদ্ধে শাহাদাত বরণকারীদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল ও কুরআন শরীফ বিতরণ অনুষ্ঠিত হয়।

স্থানীয় হবিরবাড়ী ইউনিয়নের পাড়াগাঁওয়ের গুচ্ছগ্রাম ইদারাতুল কুরআন হাফিজিয়া ও এতিমখানা মাদরাসার শিক্ষার্থীদের মাঝে কুরআন শরীফ বিতরণ করা হয়।

উক্ত অনুষ্ঠান কবি, সাংবাদিক ছড়াকার সফিউল্লাহ আনসারীর সভাপতিত্বে ও সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক হাবিব জিহাদীর পরিচালনায়
বক্তব্য রাখেন, সখিপুর মহিলা কলেজের প্রভাশক এস.জেড.এম আশরাফ উল্লাহ, সমাজ সেবক ডা.মো. রফিকুল ইসলাম, সার্চ মানবাধিকার সংগঠন ভালুকা শাখার সভাপতি, মো. মোর্শেদুল আলম উজ্জ্বল, মাদরাসা কমিটির পক্ষে সোহেল আহমেদ,
সংগঠনের পক্ষে বক্তব্য রাখেন রাইসুল ইসলাম রকিব, ইঞ্জিনিয়ার সাখাওয়াত সুমন, আমিরুল ইসলাম, কাউসার আহমেদ, আব্দুল্লাহ আনছারী আকরাম প্রমুখ।

এ সময়ে আরো উপস্থিত ছিলেন, সংগঠনের সদস্য, মাসুদ রানা, শরীফ কুমার,মাহমুদুল হাসান আরিফ, মাসুদ রানা, ইমরান মোল্লা, আকরাম কুমার সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Print Friendly, PDF & Email