|

ভালুকায় বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত ১, আহত ১২

প্রকাশিতঃ ৪:৫৯ অপরাহ্ণ | মার্চ ০২, ২০২০

ময়মনসিংহের ভালুকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ১২জন আহত হয়েছে। ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সোমবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে জামিরদিয়া মাস্টারবাড়ী এলাকার বাদশা টেক্সটাইল লিঃ এর সামনে ঢাকাগামী ইমাম পরিবহনের একটি বাস (ময়মনসিংহ-ব-১১-০০৫২) নিয়ন্ত্রণ হারিয়ে বালুভর্তি একটি ট্রাক (ঢাকা মেট্টো-ট-২০-৮০২১) কে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই বাসের হেলপার অজ্ঞাত (৩৫) নিহত ও অন্তত ১২জন বাসযাত্রী আহত হয়।

খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে পাঠালে গুরুতর আহত ৮জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে বাকি ৪জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেন। অপরদিকে নিহতের লাশ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে।

ভরাডোবা হাইওয়ে ফাঁড়ির ওসি উজায়ের আল মাহমুদ আদনান জানান, দুর্ঘটনায় নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। আহতদের উদ্ধার করে ভালুকা ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Print Friendly, PDF & Email