|

ভালুকায় শিক্ষার্থীদের মাঝে ৭মার্চের ভাষণ প্রতিযোগীতা

প্রকাশিতঃ ৩:৪৯ অপরাহ্ণ | মার্চ ০৭, ২০২০

নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবর: ভালুকায় উপজেলা প্রশাসনের আয়োজনে শিক্ষার্থীদের মাঝে স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বছর উদযাপন উপলক্ষে ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

উপজেলার মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ওই প্রতিযোগীতায় অংশগ্রহন করেন। ক বিভাগ প্রাথমিক পর্যায়ে প্রথম হয় পূর্ব ভালুকা সরকারী প্রথমিক বিদ্যালয়ের শাহরিয়ার কাব্য, ২য় ধলিয়া সরকারী প্রথমিক বিদ্যালয়ের আব্দুল্লাহ নূর মুগ্ধ, ৩য় আংগারগাড়া সরকারী প্রথমিক বিদ্যালয়ের রুহুল আমীন। খ বিভাগ মাধ্যমিক পর্যায়ে প্রথম হয় এজাজুল ইসলাম, ২য় হালিমুন্নেছা চৌধুরাণী মেমুরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের সায়মা জান্নাত, ৩য় আশকা উচ্চ বিদ্যালয়ের রাহাতুল ইসলাম। প্রতিযোগীতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা শিক্ষা অফিসার জুয়েল আশরাফ, মাধ্যমিক শিক্ষা অফিসার বজলুর রহমান, উপজেলা প.প কর্মকর্তা মাহাদি হাসান।

ভাষণ প্রতিযোগিতা অনুষ্ঠানে অন্যান্নদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী অফিসার মাসুদ কামাল, সহকারী কমিশনার (ভূমি) রোমেন শর্মা, মহিলা ভাইস-চেয়ারম্যান সেলিনা রশিদ প্রমুখ।
অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।

Print Friendly, PDF & Email