|

ভালুকায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

প্রকাশিতঃ ৩:২৭ অপরাহ্ণ | মার্চ ০৮, ২০২০

আনোয়ার হোসেন তরফদার, ভালুকার খবর: ‘শেখ হাসিনার বারতা,নারী-পুরুষ সমতা’ এই প্রতিপাদ্য নিয়ে সারা দেশের ন্যায় ময়মনসিংহের ভালুকায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। রোববার সকালে প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালী বের হয়।

র‌্যালী শেষে সংক্ষিপ্ত আলোচলায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রোমেন শর্মা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা রশিদ, মহিলা বিষয়ক কর্মকর্তা জাহিদা ফেরদৌসী প্রমুখ।

এসময় নারী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, শিক্ষার্থী, জনপ্রতিনিধি সহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email