ভালুকা-ত্রিশাল মৈত্রী কলেজে মতবিনিময় সভা
প্রকাশিতঃ ৬:৩৭ অপরাহ্ণ | মার্চ ১০, ২০২০
আনোয়ার হোসেন তরফদার, ভালুকার খবর: ভালুকা ত্রিশাল মৈত্রী ডিগ্রী কলেজে এইচএসসি পরীক্ষার কেন্দ্র হওয়ায় অন্তভুক্ত প্রতিষ্ঠানের প্রতিনিধিগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে কলেজ অধ্যক্ষের অফিসে ওই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ মোহাম্মদ খায়রুল বাশার।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উথুরা উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সারুয়ার আলম কাজল, ত্রিশাল উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মুহিদুল ইসলাম মুহিত, ভালুকা ত্রিশাল মৈত্রী ডিগ্রী কলেজের গভর্নিং বডির সদস্য প্রফেসর আফতাব উদ্দিন, আমরাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মাষ্টার, গুজিয়াম আলিম মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি মনিরুজ্জামান মনির, কলেজের দাতা সদস্য সহকারী শিক্ষক আব্দুর রাজ্জাক ফকির, প্রভাষক মোতাহার মাহফুজুর রহমান, ফয়েজ উদ্দিন, সোহেল রানা, কাশিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আমিন, ইউ পি সদস্য জিয়াউর রহমান জিয়া, গুজিয়াম আমিরাবাড়ি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আশরাফুন নাহার, বাগান আলিম মাদ্রাসার প্রভাষক শাহীন আহাম্মেদ, বিশিষ্ট ব্যবসায়ী আবু সাইদ, খবির উদ্দিন, শিক্ষানুরাগী ছিদ্দিকুর রহমান প্রমুখ।


