ভালুকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে ১লাখ টাকা জরিমানা
প্রকাশিতঃ ১০:৪৩ অপরাহ্ণ | মার্চ ১০, ২০২০
নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবরঃ ভালুকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এক বেকারিকে এক লাখ টাকা জরিমানা ও মালামাল জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) রোমেন শর্মা।
মঙ্গলবার বিকালে থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ভালুকা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের চাপড়বাড়ী এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারির খাবার তৈরি ও বিক্রির দায়ে এস এম শামীম আহমেদ পলাশকে এক লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভালুকা টু গফরগাঁও সড়কে ইট বালু পাথর রাখার জন্য প্রাথমিকভাবে সতর্ক করা হয়।
এ সময় অভিযানে উপস্থিত ছিলেন- উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. মিজানুর রহমান, সহযোগী স্যানিটারি ইন্সপেক্টর কে বি এম তারেকুজ্জামান মিষ্টিসহ ভালুকা মডেল থানার পুলিশ সদস্যরা।


