|

ভালুকায় কফি হাউজের আঁড়ালে অবৈধ ও অনৈতিক কার্যকলাপের অভিযোগ

প্রকাশিতঃ ৫:০০ অপরাহ্ণ | মার্চ ১১, ২০২০

নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবর: ভালুকা উপজেলার মল্লিকবাড়ী ইউনিয়নের বর্তা এলাকার ড্রীম কফি হাউজের আঁড়ালে অবাদে অবৈধ ও অনৈতিক কার্যকলাপের অভিযোগ উঠেছে। এ বিষয়ে ২০ জন এলাকাবাসী স্বাক্ষরিত লিখিত অভিযোগ উপজেলা নির্বাহী অফিসারের নিকট দায়ের করেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলা মল্লিকবাড়ি ইউনিয়নের বর্তা গ্রামের আব্দুল মজিদের ছেলে রিয়াজ আহাম্মেদ শাহীন মালিকানাধীন ড্রীম কফি হাউজে দীর্ঘদিন যাবৎ অবৈধ ব্যবসা পরিচালনা করছে। কফি হাউজটিতে প্রতিদিন স্কুল কলেজ পড়–য়া বিভিন্ন বয়সের ছেলে মেয়েরা অবাধে অনৈতিক কার্যকলাপে লিপ্ত হয়। এজন্য সেখানে ছোট ছোট খুপরি ঘর নির্মাণ করা রয়েছে। সেখানে রাতে কিংবা দিনে ছেলে মেয়েদের একান্তে সময় কাটানো এবং পতিতা এনে সেখানে আগত লোকদের মনোরঞ্জনের ব্যবস্থা করে দেওয়ার বিনিময়ে মোটা অংকের টাকা নিয়ে থাকেন কফি হাউজের মালিক। এজন্য এলাকাবাসী অতিষ্ট হয়ে উপজেলা নির্বাহী অফিসার মাসুদ কামালের বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছে।

ড্রীম কফি হাউজের মালিক রিয়াজ আহাম্মেদ শাহীন বলেন, ‘এখানে স্কুল কলেজের ছেলে মেয়েরা আসে সত্য কিন্তু কোন প্রকার অবৈধ কার্যকলাপ পরিচালিত হয় না।’

অভিযোগকারী যুবক রাসেল আহম্মেদ বলেন, ‘এখানে দীর্ঘদিন যাবৎ এরকম অবৈধ ও অনৈতিক কার্যকলাপ হচ্ছে। আমরা মৈখিক ভাবে প্রতিবাদ করে কোন সমাধান পাইনি। দিন দিন এর মাত্রা বেড়েই চলেছে। ’

উপজেলা নির্বাহী অফিসার মাসুদ কামাল জানান, ‘অভিযোগ পেয়েছি, সহকারী কমিশনার (ভূমি)কে দায়িত্ব দিয়েছি তদন্ত করে প্রতিষ্ঠান ও মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য।’

Print Friendly, PDF & Email