ভালুকায় বাজার ইজারার দরপত্র ছিনতাইয়ের অভিযোগ
প্রকাশিতঃ ৬:৩৬ অপরাহ্ণ | মার্চ ১৩, ২০২০
নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবরঃ ময়মনসিংহের ভালুকায় দুই ব্যক্তির কাছ থেকে বাজার ইজারার দরপত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। ফলে তাঁরা দরপত্র জমা দিতে পারেননি। এ ঘটনায় ভুক্তভোগীরা গত বুধবার থানায় দুটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
এ ছাড়া আবারও দরপত্র আহ্বানের জন্য গতকাল বৃহস্পতিবার জেলা প্রশাসক বরাবর লিখিত আবেদন করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, বিরুনীয়া ও চেরাগঞ্জ বাজার ইজারা নেওয়ার জন্য দরপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিল গত বুধবার। তাই এই দিন দুপুরে মাহমুদপুর গ্রামের মো. সোহরাব উদ্দিন খান এবং কংশেরকুল গ্রামের মো. নূরুল ইসলাম দরপত্র জমা দেওয়ার জন্য উপজেলা পরিষদের দিকে আসছিলেন। এ সময় অন্যপক্ষের লোকজন তাঁদের কাছ থেকে কৌশলে বাজার দুটির ইজারার দরপত্র ছিনিয়ে নেয়। এ জন্য সময়মতো দরপত্র জমা দিতে পারেননি তাঁরা। এ ঘটনায় সেদিনই থানায় আলাদা দুটি জিডি করেন সোহরাব এবং নূরুল। এ ছাড়া আবারও দরপত্র আহ্বানের জন্য গতকাল জেলা প্রশাসক বরাবর লিখিত আবেদন করেছেন সোহরাব


