ভালুকায় করোনা সংক্রমণ ও সচেতনার লক্ষ্যে হাত ধোয়ার বেসিন স্থাপন
প্রকাশিতঃ ৩:৫৪ অপরাহ্ণ | মার্চ ২৫, ২০২০
নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবর: ভালুকায় পথচারীরা করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা ও জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শহরের বাসট্যান্ড এলাকায় একটি হাত ধোয়ার বেসিন স্থাপন করা হয়েছে। উপজেলার ঐতিহ্যবাহী বয়েজ ক্লাবের উদ্যোগে ও স্থানীয় এম.কে টাওয়ারের মালিক কামাল হোসেনের সৌজন্যে বুধবার সকালে ওই বেসিন স্থাপন করা হয়। এসময় বয়েজ ক্লাবের সভাপতি এস.এম গোলাপসহ ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।
বয়েজ ক্লাবের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। তারা জানান, এ দুর্যোগের সময় সবাই নিজ নিজ অবস্থান থেকে জনসচেতনা বৃদ্ধিতে ভূমিকা রাখলে প্রাণঘাতি এ করোনাভাইরাসকে মোকাবেলা করা সম্ভব।
বয়েজ ক্লাবের সভাপতি এস.এম গোলাপ বলেন, ‘করোনাভাইরাস ছড়ানোর অন্যতম প্রধান কারণ হচ্ছে নিয়মিত ভালোভাবে হাত না ধোয়া। এর সংক্রমণ প্রতিরোধ করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইতিমধ্যে মানুষকে নিয়মিত হাত ধোয়া নিশ্চিত করতে পরামর্শ দিয়েছেন। সারাদেশে করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ে সবাই ভীত সন্ত্রস্থ। এখান দিয়ে বহু মানুষ চলাচল করে, তাই আমাদের এ ক্ষুদ্র প্রয়াস। আমাদের এ উদ্যোগ যদি একজন মানুষেরও কাজে আসে তাহলেই আমাদের সার্থকতা।’



