|

ভালুকায় করোনাভাইরাস সচেতনতায় লিফলেট বিতরণ

প্রকাশিতঃ ৭:২৯ অপরাহ্ণ | মার্চ ২৬, ২০২০

নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবর: ময়মনসিংহের ভালুকায় ‘করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে আতঙ্ক নয়, চাই সচেতনতা’ প্রতিপাদ্য সম্বলিত লিফলেট বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার বিভিন্ন এলাকায় ব্রাক প্রগতী কর্মসূচিত ময়মনসিংহ-২ অঞ্চলের স্কয়ার মাস্টারবাড়ি এরিয়া অফিসের আয়োজনে ওই লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

প্রগতি সেন্ট্রাল-২ এর বিভাগীয় ব্যবস্থাপক এ.এস.নুর মোহাম্মদের সার্বিক দিক-নির্দেশনায় উপস্থিত ছিলেন প্রগতি ময়মনসিংহ-২ এর অঞ্চলিক ব্যবস্থাপক সাঈদ হামদুন,স্কয়ার মাস্টাবাড়ি এলাকা ব্যবস্থাপক মো. শামসুজ্জামান, সি.ও মো. শাহীরুল ইসলাম, পল্টু মন্ডল, জি.এম. শফিকুল ইসলাম, কাঞ্চন নাথ, মো. মোশারফ হোসেন, অন্তর সরকার, মো. সাহারুল ইসলাম প্রমুখ।

প্রগতি ময়মনসিংহ-২ এর অঞ্চলিক ব্যবস্থাপক সাঈদ হামদুন বলেন, ‘আমরা গোটা ময়মনসিংহে করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে সচেতনতামূলক ১লক্ষ লিফলেট ইতোমধ্যে বিতরণ করেছি। আরও ১লক্ষ লিফলেট বিতরণের করা হবে। আজ সারাদিন একযোগে আমাদের ৫০টা অফিসে লিফলেট বিতরণ ও মাইকিং করা হয়েছে। আগামীকাল থেকে আমরা মাস্ক বিতরণ কার্যক্রম শুরু করবো। তাছারা আমাদের ব্রাকের স্বাস্থ্য সেবিকা ও কর্মীরা মানুষের ঘরে ঘরে গিয়ে করোনাভাইরাস সম্পর্কে সচেতন করছেন।’

Print Friendly, PDF & Email