|

ভালুকায় মাস্ক বিতরণ করলেন হবিরবাড়ি ছাত্রলীগ সম্পাদক মনিরুজ্জামান নয়ন

প্রকাশিতঃ ৭:৫৯ অপরাহ্ণ | মার্চ ২৬, ২০২০

নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবর: বিশ্বব্যাপী মহামারী আকার ধারণ করা করোনাভাইরাস সম্পর্কে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সচেতনতা বৃদ্ধি ও প্রতিরোধে করণীয় সম্পর্কে জনসাধারণকে সচেতন করতে বিনামূল্যে মাস্ক বিতরণ করেন ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান নয়ন।

বুধবার বিকালে উপজেলার, সিডষ্টোর, হবিরবাড়ীর, স্কয়ার মাষ্টারবাড়ীসহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে মাস্ক বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন হবিরবাড়ী ইউনিয়ন ছাত্রলীগ নেতা জহিরুল ইসলাম রতন, রাশিদুল ইসলাম রাশেদ, রিয়ন তালুকদার, এ এইচ এম সুমন প্রমুখ।

এসময় ছাত্রলীগ সাধারণ সম্পাদক মনিরুজ্জামান নয়ন বলেন, ‘এদেশের সকল দুর্যোগপূর্ণ অবস্থায় বাংলাদেশ ছাত্রলীগ অতিতে জনগনের পাশে ছিল, সেই ধারাবাহিকতা বজায় রেখে অতীতের ন্যায় এবারও করোনা ভাইরাস প্রতিরোধে গনসচেতনায় সাধারন মানুষের পাশে আছি এবং থাকবো। আমরা গুজবে কান না দিয়ে আতঙ্কিত না হয়ে যার যার অবস্থান থেকে মানুষকে সচেতন করে, সামাজিক দুরত্ব বজায় রাখতে পারি তাহলেই এই করোনা ভাইরাস প্ররিরোধ করা সম্ভব হবে ’

Print Friendly, PDF & Email