ভালুকায় জনসমাগম ঠেকাতে কঠোর অবস্থানে প্রশাসন
প্রকাশিতঃ ১২:১৯ পূর্বাহ্ণ | মার্চ ২৭, ২০২০
নিজস্ব প্রতিবেদক,ভালুকার খবর: করোনা ভাইরাসের সংক্রমণ রোধে ভালুকা উপজেলার ১১ টি ইউনিয়ন এবং পৌরসভার প্রায় প্রত্যেকটি বাজারে জনসমাগম বন্ধে একযোগে অভিযান পরিচালনা করা হয়েছে। আজ সকাল ৮টা থেকে শুরু করে রাত ১০টা পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসার মাসুদ কামাল, সহকারী কমিশনার (ভূমি) রোমেন শর্মা, মডেল থানার ওসি মোহাম্মদ মাইন উদ্দিনের নেতৃত্বে বিভিন্ন ইউনিয়ন এবং পৌরসভায় অভিযান পরিচালিত হয়।
এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণকে প্রশাসনের অভিযানের সাথে থেকে জনগণকে বাসায় অবস্থান করার জন্য উদ্বুদ্ধ করতে বলেন।
অভিযানের সময় সেনাবাহিনী ও ভালুকা মডেল থানা পুলিশ সাথে ছিলেন।
সহকারী কমিশনার (ভূমি) রোমেন শর্মা জানান, ‘দিনব্যাপী অভিযানের সময় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী ও ঔষধের দোকান ব্যতীত প্রায় সকল দোকানপ বন্ধ পাওয়া গিয়েছে। কিছু কিছু জায়গায় চায়ের দোকান খোলা পাওয়া গেলে তাদেরকে দোকান বন্ধ রাখার অনুরোধ জানানো হয় এবং ক্ষেত্রবিশেষে জনসমাবেশ বিচ্ছিন্ন করতে আইন প্রয়োগ করা হয়। আমরা আশা করছি সবাই সচেতন হলে ভালুকায় করোনাভাইরাসকে প্রতিরোধ করা সম্ভব।’


