ময়মনসিংহে স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ
প্রকাশিতঃ ৭:৪০ অপরাহ্ণ | মার্চ ২৭, ২০২০
নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবর: বিশ্বব্যাপী মহামারী আকার ধারন করা করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমন রোধে সচেতন করতে শ্রমজীবী ও সাধারণ মানুষের মাঝে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছে ময়মনসিংহ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ।
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি বাবু নির্মল রঞ্জন গুহ ও সাধারন সম্পাদক এ.কে.এম আফজালুর রহমান বাবু’র নির্দেশনায় শুক্রবার সকালে শহরের বিভিন্ন পয়েন্টে জনসাধারণের মাঝে নিরাপদ দূরত্ব বজায় রেখে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেন ময়মনসিংহ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এডভোকেট নুরুজ্জামান খোকন ও সাধারণ সম্পাদক উত্তম চক্রবর্তী রকেট।
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতারা সাধারণ জনগনকে বাসায় থাকার জন্য অনোরুধ জানান ও স্বাস্থ্য বিভাগের সকল নিয়ম কানুন মেনে চলার আহবান করেন। এসময় জেলা স্বেচ্ছাসেবকলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


