|

‘এখনো সময় আছে, প্লিজ আপনারা সচেতন হোন’- রোমেন শর্মা

প্রকাশিতঃ ২:৪১ পূর্বাহ্ণ | মার্চ ২৮, ২০২০

রোমেন শর্মাঃ

ভালুকা বাসস্ট্যান্ড থেকে শুরু করে গফরগাঁও রোড হয়ে ধীতপুর শান্তিগঞ্জ বাজার। এরপর ধলিয়া বাজার- ভরাডোবা নতুন বাসস্ট্যান্ড-পুরাতন বাসস্ট্যান্ড-ভালুকা বাজার-সাতেঙ্গা বাজার। শেষে মেজর ভিটা। ০৬ ঘন্টার টানা অভিযান। সকাল বেলাও বিভিন্ন স্থানে অভিযান হয়েছে।

দুই হাঁটু ক্লান্ত। পুলিশ বাহিনীর সদস্যরাও ক্লান্ত হয়ে পড়ছে। অফিসের স্টাফ আমার গাড়ীর ড্রাইভারসহ প্রত্যেকের শক্তি আস্তে আস্তে কমে আসছে। আপনাদেরকে ঘরে রাখতে কেন আমাদের এতো কষ্ট করতে হবে!

আপনারা যাতে সুস্থ থাকেন তার জন্যই তো এতো চেষ্টা করছি। কেন আপনাদের বোধোদয় হয় না। কোথাও অভিযানে গেলে অভিযান দেখার জন্য মানুষের হিড়িক পড়ে। একদিক থেকে ধাওয়া দিলে অন্যদিকে থেকে ধাওয়া দেয়া দেখেন। কোন বিবেকবান মানুষ এসব করতে পারে বলে মনে হয়না।

এতো বলার পরও চায়ের দোকানে আড্ডা কমছে না। শান্তিগঞ্জে দেখলাম কাপড়ের দোকান, হার্ডওয়্যারের দোকান খোলা আছে। খেটে খাওয়া মানুষ নাহয় পেটের দায়ে বের হচ্ছে, কিন্তু খেটে খাওয়া মানুষের চেয়ে দোকানে দোকানে আড্ডাবাজদের সংখ্যা অনেক বেশী।

আমরা মনেহয় আমাদের শেষ সুযোগগুলো আমরা হারিয়ে ফেলছি। এভাবে চলতে থাকলে আমার ভয় হয়, খুব ভয় হয়- একদিন দাফন-কাফনের মানুষ পাওয়া যাবে না, চিতায় আগুন দেয়ার লোক পাওয়া যাবে না।

এখনো সময় আছে। প্লিজ আপনারা সচেতন হোন। প্রয়োজন ছাড়া বাড়ীর বাইরে বের হবেন না। যারা ফেসবুক ব্যবহার করেন না তাদেরকে আমার এই কথাগুলো পড়ে শোনান নাহয় বোঝান।

অদৃশ্য এক জীবানুর বিরুদ্ধে এটা একটা বড় যুদ্ধ। এই যুদ্ধে সবাইকে শামিল হতে হবে। এই যুদ্ধ পরিচ্ছন্নতার যুদ্ধ, এই যুদ্ধ ঘরে থাকার যুদ্ধ। নিজে সংক্রমিত হবেন না, অন্যকেও সংক্রমিত করবেন না।

লেখকঃ উপজেলা সহকারী কমিশনার (ভূমি), ভালুকা, ময়মনসিংহ।

(লেখকের অফিসিয়াল ফেসবুক আইডি থেকে নেওয়া)

Print Friendly, PDF & Email