ভালুকায় করোনার প্রভাবে কর্মহীন মানুষের পাশে ছাত্রলীগ সভাপতি মামুন
প্রকাশিতঃ ১১:৪৪ অপরাহ্ণ | মার্চ ২৮, ২০২০
আনোয়ার হোসেন তরফদার, ভালুকার খবর: করোনাভাইরাস প্রতিরোধের লক্ষ্যে ভালুকা উপজেলা এখন লকডাউনে। তাই এখানকার স্থায়ী-অস্থায়ী দরিদ্র কর্মজীবী মানুষকে হোম কোয়ারেন্টাইন মেনে চলতে হচ্ছে। এমনসময় চাল, ডাল, আলু ও সাবান নিয়ে ঘুরে ঘুরে অসহায় দরিদ্র মানুষের পাশে গিয়ে দাড়িয়েছেন ভালুকা উপজেলা ছাত্রলীগের সভাপতি মনিরুজ্জামান মামুন। এসময় প্রায় ১শত হতদরিদ্র মানুষের মাঝে তিনি ওই ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সোহান শরিফ ও এস এম খাদিমুল বাশার, প্রচার সম্পাদক সাদেকুর রহমান, সহ-সম্পাদক ফয়সাল আহাম্মেদ, সদস্য হৃদয় হাসান প্রমুখ।
উপজেলা ছাত্রলীগের সভাপতি মনিরুজ্জামান মামুন জানান, ‘করোনাভাইরাস বাংলাদেশে প্রভাববিস্থার করায় দেশের বহু মানুষ কর্মহীন হয়ে পরে। তাই দেশের এ ক্রান্তিলগ্নে মানবিক দৃষ্টিকোন থেকেই আমারা অসহায় কর্মহীন দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছি। আমাদের এ কার্যক্রম দেশের পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আগ পর্যন্ত অব্যাহত থাকবে।’


