ভালুকায় করোনার প্রভাবে কর্মহীণ মানুষের পাশে দাঁড়ালেন ইঞ্জিনিয়ার মাসুদ
প্রকাশিতঃ ১১:১৪ অপরাহ্ণ | মার্চ ২৯, ২০২০
নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবর: দেশে করোনাভাইরাস পরিস্থিতিতে ভালুকায় কর্মহীণ হয়ে পড়া অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন আওয়ামীলীগ নেতা ও সমাজ সেবক ইঞ্জিনিয়ার মাসুদ পারভেজ।
রবিবার সকালে পৌরসভার সামনের সড়কে প্রায় একশত আসহায় পরিবারকে চিড়া, ডাল, সাবান ও পেঁয়াজসহ শুকনো খাবার তুলে দেন। এ সময় তিনি অসহায় মানুষের পাশে দাড়ানোর জন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।
ইঞ্জিনিয়ার মাসুদ পারভেজ বলেন, ‘পুরো দেশ এখন করোনাভাইরাস বা (কোভিড-১৯) এ স্তব্ধ হয়ে গেছে। গত কয়েক যুগে প্রাণের মাতৃভূমির এমন পরিস্থিতিতে পড়েনি। ১৬ কোটি মানুষের এই দেশে প্রায় ৬ কোটির মত মানুষ রয়েছে যারা অসহায়, গরীব দুঃস্থ। করোনাভাইরাসের কারণে ঘর থেকে বের হতে না পারায় তারাই আজ সব চাইতে বেশি বিপদে পড়েছে। এই মূহুর্তে তাদের পাশে দাড়ানো একজন মানুষ হিসেবে আমাদের দায়িত্ব ও কর্তব্য। তার ই অংশ হিসেবে আজ অসহায় দুঃস্থ ও গরীব লোকদের পাশে দাঁড়াতে পেরে নিজেকে সৌভাগ্যমান মনে হচ্ছে। আমার এ কার্যক্রম অব্যাহত থাকবে আমি ভালুকাবাসীর কাছে দোয়া চাই। ’


