|

ভালুকায় অসহায়দের পাশে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ

প্রকাশিতঃ ১:৩৮ অপরাহ্ণ | এপ্রিল ০২, ২০২০

আনোয়ার হোসেন তরফদার, ভালুকার খবর: বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি বাবু নির্মল রঞ্জন গুহ ও সাধারন সম্পাদক এ.কে.এম আফজালুর রহমান বাবু’র নির্দেশনায় জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এডভোকেট নুরুজ্জামান খোকন ও সাধারণ সম্পাদক উত্তম চক্রবর্তী রকেট এর সার্বিক তত্ত্বাবধানে বুধবার সকালে ভালুকা পৌর শহরের বিভিন্ন পয়েন্টে জনসাধারণের মাঝে নিরাপদ দূরত্ব বজায় রেখে ত্রানসামগ্রী বিতরণ করেন উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আব্দুল জলিল ও সাধারন সম্পাদক আলহাজ্ব জাকির হোসেন শিবলী।

করোনাভাইরাস প্রতিরোধের লক্ষ্যে ভালুকা উপজেলা এখন লকডাউনে। তাই এখানকার স্থায়ী-অস্থায়ী দরিদ্র কর্মজীবী মানুষকে হোম কোয়ারেন্টাইন মেনে চলতে হচ্ছে। এমনসময় চাল, ডাল, আলু ও দিয়ে অসহায় দরিদ্র মানুষের পাশে গিয়ে দাড়িয়েছেন উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।

এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি নজরুল ইসলাম সাংগঠনিক সম্পাদক বদরুল হাসান আরিফ, আনোয়ার হোসেন তরফদার, অর্থবিষয়ক সম্পাদক আমির হোসেন ধনু, উথুরা ইউনিয়নের সভাপতি রবিউল আলম খোকন, সাধারন সম্পাদক ফিরোজ আহাম্মেদ, মেদুয়ারী ইউনিয়নের সভাপতি সোহেল মোল্লা, মল্লিকবাড়ি ইউনিয়নের সভাপতি শুখ রঞ্জন পরিমল, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন রাসেল, ভরাডোবা ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম রফিক, ভালুকা ইউনিয়নের সভাপতি এনামুল হক মৃধা প্রমূখ।

উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন , ‘করোনাভাইরাস বাংলাদেশে প্রভাববিস্থার করায় দেশের বহু মানুষ কর্মহীন হয়ে পরে। তাই দেশের এ ক্রান্তিলগ্নে মানবিক দৃষ্টিকোন থেকেই আমারা অসহায় কর্মহীন দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছি। আমাদের এ কার্যক্রম দেশের পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আগ পর্যন্ত অব্যাহত থাকবে’

Print Friendly, PDF & Email