ভালুকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই শ্রমিকের
প্রকাশিতঃ ৪:০৩ অপরাহ্ণ | এপ্রিল ০৬, ২০২০
আনোয়ার হোসেন তরফদার, ভালুকার খবর: ময়মনসিংহের ভালুকা উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুই কারখানা শ্রমিক নিহত হয়েছেন। সোমবার সকালে উপজেলার জামির দিয়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন, ময়মনসিংহের ফুলপুর উপজেলার হারুন অর রশিদ (৩২) এবং গৌরিপুরের জুয়েল(৩৫)।
হাইওয়ে পুলিশের পরিদর্শক উযায়ের আল মাহমুদ আদনান জানায়, ‘ঘটনার সময় উপজেলার জামিরদিয়া বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-ময়মনসিংহ সড়কে ঢাকাগামী একটি ট্রাকের সামনের চাকা পাংচার হয়ে সড়কের ডিভাইডারের উপরে উঠে গিয়ে উল্টে যায়। ওই দুই শ্রমিকের মৃত্যু হয়। হারুন অর রশিদ স্থানীয় ক্রাউন অ্যায়ার লিমিটেড এবং জুয়েল স্কয়ারের শ্রমিক।নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি প্রক্রিয়াধীন। দুর্ঘটনার কবলে পড়া ট্রাকটি জব্দ করা হয়েছে।’


