|

ভালুকায় ছাত্রবন্ধু ঐক্য পরিষদের উদ্যোগে হত-দরিদ্রদের মাঝে খাবার সামগ্রী বিতরণ

প্রকাশিতঃ ১:৪৪ পূর্বাহ্ণ | এপ্রিল ০৭, ২০২০

স্টাফ রিপোর্টার, ভালুকার খবরঃ সারা দেশের ন্যায় ময়মনসিংহের ভালুকায় ও বাড়ছে করোনা ভাইরাসের আতংক। করোনা ভাইরাসের কারণে হত-দরিদ্রদের আয়-রোজগার না হওয়া তাদের দুঃখ লাগব করার ও সাধারণ মানুষদের উদ্বুদ্ধ করার জন্য ভালুকা ছাত্রবন্ধু ঐক্য পরিষদ এর উদ্যোগে হত-দরিদ্রদের মাঝে খাবার সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার বিকালে উপজেলার বিভিন্ন এলাকায় ওই ত্রান বিতরণ করা হয়।

এ সময়ে উপস্থিত ছিলেন ছাত্রবন্ধু ঐক্য পরিষদ সভাপতি খান মেহেদী, সাধারণ সম্পাদক আফ্রিদী হাসান মুরাদ, সহ সভাপতি হাবিবুল বাসার প্রিন্স, রাফিয়ান ইসলাম রাফি, তাব্বির রহমান, আদনান জোয়াদ নাফিস সাংগঠনিক সম্পাদক, রেজাউল হক সৈকত, কাউসার আহমেদ তারিফ, সুবর্ণ সরকার- দপ্তর সম্পাদক ও কোষাধ্যক্ষ, আরমান হাসেন মাহিন- শিক্ষা বিষয়ক সম্পাদক,অনয় চক্রবর্তী- আপ্যায়ন বিষয়ক সম্পাদক সুব্রত সরকার, সহ আপ্যায়ন বিষয়ক সম্পাদক, পনুয়েল দাস বিরাজ সদস্য, সৌরভ মোদক, জাহিদ হাসান, নাফিস ,সাজিদ-সহ সম্মানিত ক্লাব সদস্যবৃন্দ ।

এ বিষয়ে ভালুকা ছাত্রবন্ধু ঐক্য পরিষদ এর সিনিয়র-সহ-সভাপতি শেখ মো. মোতাসিম বিল্লাহ রাহাত বলেন, ‘সাধারণ মানুষদের উদ্বুদ্ধ করার জন্য আমাদের নিজেদের এই ক্ষুদ্র প্রয়াস। আমরা ব্যক্তিগত ভাবে অর্ধশত পরিবার এর মাঝে খাবার সামগ্রী বিতরণ করেছি। আলহামদুলিল্লাহ প্রতিজনকে তিন কেজি চাল, আধা কেজি ডাল, এক কেজি আলু, আধা লিটার তেল এবং একটি করে সাবান বিতরণ করা হয়েছে।

Print Friendly, PDF & Email