|

কম ভাগ্যবান ও মধ্যবিত্ত পরিবারের পাশে এপেক্স ক্লাব অব ব্রহ্মপুত্র

প্রকাশিতঃ ৪:০২ অপরাহ্ণ | এপ্রিল ০৭, ২০২০

নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবরঃ আন্তজাতিক স্বেচ্ছাসেবী সংগঠন এপেক্স ক্লাব অব ব্রহ্মপুত্রের উদ্যোগে সেবাকার্যক্রমের অংশ হিসেবে করোনা ভাইরাসজনিত কারণে কর্মহীন হয়ে পড়া কম ভাগ্যবান, মধ্যবিত্ত, নিম্ন-মধ্যবিত্ত ও হতদরিদ্র পরিবারের মাঝে বাড়ী বাড়ী গিয়ে খাদ্যসামগ্রী বিতরন করা হয়েছে।

শুক্রবার থেকে পর্যায়ক্রমে ময়মনসিংহ শহর ও ভালুকা পৌরসভার বিভিন্ন জায়গায় ১৩০ টি পরিবারকে চাল, ডাল, আলু, লবন,আটা,মুড়ি,ডিম, তৈল,সাবান বিতরন করেন।

এসময় এপেক্স ক্লাব অব ব্রহ্মপুত্রের ফাউন্ডার ও চ্যাটার্ড প্রেসিডেন্ট এপেক্সসিয়ান এ এফ এম এনামুল হক মামুন এপেক্স ক্লাব অব ব্রহ্মপুত্রের সভাপতি এপেক্সিয়ান আলী ইউসুফ, এপেক্স ক্লাব অব ব্রহ্মপুত্রের সেক্রেটারী এপেক্সিয়ান মো. মোকছেদুর রহমান মামুন, এপেক্সিয়ান ফজলুল করিম রাজা এপেক্সিয়ান আশরাফ উদ্দিন, এপেক্সিয়ান মাজেদুল ইসলাম পিতুন, এপেক্সিয়ান রাসেদ সহ ক্লাবের অনান্য সদস্যরা উপস্থিত উপস্থিত ছিলেন।

এপেক্স ক্লাব অব ব্রম্মপুত্রের সেক্রেটারী মোঃমোকছেদুর রহমান মামুন বলেন, ‘ আমাদের ধারাবাহিকভাবে এই ধরনের সেবা কার্যক্রম চলমান থাকবে। সেই সাথে অতীতের ন্যায় দেশের যেকোন দুর্যোগে মানবতার সেবায় আর্ন্তজাতিক স্বেচ্ছাসেবী সংগঠন এপেক্স ক্লাব অব ব্রহ্মপুত্রের প্রতিটি সদস্য মানুষের কল্যানে প্রস্তুত রয়েছে।’

এপেক্স ক্লাব অব ব্রহ্মপুত্রের সভাপতি এপেক্সিয়ান আলী ইউসুফ বলেন, ‘এটা আমাদের চলমান কার্যক্রম। তিনি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার অনুরোধ করেন। তিনি আরো বলেন, যদি কোন ব্যাক্তি খাদ্যের সমস্যায় থাকেন, কাওকে লজ্জায় বলতে পারছেন না, তাহলে আমাকে জানাবেন আমরা তা গোপনে আপনার কাছে পৌঁছে দিব। আমরা ত্রাণ দেওয়ার সময় কোন ছবি তুলি নাই। গোপনীয়তা অবশ্যই বজায় থাকবে। বিত্তবান ও ক্লাব সদস্যদের ব্যক্তিগত অর্থায়নে এই সেবা কার্যক্রম করা সম্ভব হয়ছে। আসুন আমরা সবাই মিলে কম ভাগ্যবানদের সহযোগিতায় এগিয়ে আসি।’

এপেক্স ক্লাব অব ব্রহ্মপুত্রের ফাউন্ডার এন্ড চ্যাটার্ড প্রেসিডেন্ট এ এফ এম এনামুল হক মামুন বলেন,
‘এপেক্স ক্লাব অব ব্রহ্মপুত্রের উদ্যোগে করোনায় কর্মহীন মানুষের জন্য কিছু করতে পারা এটি আমাদের একটি ক্ষুদ্র প্রয়াস। আসুন আমরা যার যার অবস্থান থেকে দেশের দুর্যোগময় সময়ে সমাজের কম ভাগ্যবান মানুষের পাশে দাড়াই।

Print Friendly, PDF & Email