ভালুকায় কর্মহীন অসহায়ের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করলেন ডা. মুন
প্রকাশিতঃ ১২:০২ পূর্বাহ্ণ | এপ্রিল ০৮, ২০২০
জাহিদুল ইসলাম খাঁন, ভালুকার খবর: করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পরা অসহায় , দুস্থ ও হত দরিদ্র মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরন করেন বিশিষ্ট চিকিৎসক, সমাজসেবক মোমেনা অটোসে স্বত্বাধিকারী শিল্পপতি ডা. মোশায়েদ রহমান মুন।
ঢাকার ধানমন্ডি এলাকার বিশিষ্ট শিল্পপতি ডা. মুনের ব্যক্তিগত তহবিল হতে ভালুকা উপজেলার ডাকাতিয়া ও মল্লিকবাড়ী ইউনিয়নের হত দরিদ্র ৬৫০টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরন করা হয় ।
তিনি প্রতিটি পরিবারের মাঝে ৫ কেজি চিকন চাল, ২কেজি আলু, আধা কেজি ডাল, আধা লিটার তৈল ও ১টি করে সাবান বিতরন করা করেন।
ডা. মুনের এই খাদ্য সামগ্রী পেয়ে আবেক আপ্লুত হয়ে বৃদ্ধা জয়নব বেগম বলেন, ‘আমি তারে চিনি, সে আমগোর কথা চিন্তা করে এসব পাঠাইছেন। আল্লাহ উনাকে দীর্ঘজীবি করুক। তিনি যেন সব সময় মানুষের সেবা করে যেতে পারে।’
ডা. মোশায়েদ রহমান মুন বলেন, ‘সামাজিক দুরুত্ব বজায় রেখে ওয়ার্ডে ওয়ার্ডে আওয়ামীলীগের নেতা কর্মী ও স্বেচ্ছাসেবকদের দিয়ে এই খাদ্য সামগ্রী বিতরন করা হচ্ছে। অসহায় কর্মহীন হয়ে পরা মানুষের মাঝে প্রথম পর্যায়ে ৬৫০টি পরিবারের মানুষকে এই খাদ্য সামগ্রী বিতরন করা হয়। অবস্থার উন্নতি না হওয়া পর্যন্ত এটা আরও বৃদ্ধি করে বিতরন কার্যক্রম অব্যাহত থাকবে। এ আগে আমি ঢাকার বিভিন্ন ভাসমান রিক্সা ওয়ালা ও হত দরিদ্র বস্তি বাসীদের মাঝেও খাদ্য সামগ্রী বিতরন করছি।’



