ভালুকায় ছাত্রলীগ নেতা রুবেলের খাদ্যসামগ্রী বিতরন
প্রকাশিতঃ ১০:৫১ অপরাহ্ণ | এপ্রিল ০৯, ২০২০
জাহিদুল ইসলাম খান, ভালুকার খবর: করোনাভাইরাস মোকাবেলায়কর্মহীন হয়ে পড়া,অসহায়,দুস্থ,হত দরিদ্র ২ শত নারী পুরুষের মাঝে উপজেলা ছাত্রলীগের অর্থ বিষয়ক সম্পাদক রাইসুল ইসলাম রুবেলের ব্যক্তিগত তহবিল হতে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার উপজেলার ২নং মেদুয়ারী ইউনিয়নের পানিভান্ডা ওয়ার্ডে অসহায়দের মাঝে এই খাদ্যসামগ্রী বিতরন করা হয়। খাদ্য সামগ্রী বিতরনের উদ্বোধন করেন ২নং মেদুয়ারী ইউনিয়নের চেয়ারম্যান জেসমিন নাহার রানী। খাদ্যসামগ্রী হিসাবে প্রতি জনকে ৫কেজি চাল,১কেজি আলু,আধা কেজি ডাল,আধা লিটার তৈল,১কেজি লবণ,১কেজি পিঁয়াজ ও ২টি সাবান বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রী বিতরনের সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন,পানিভান্ডা ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মফিজ উদ্দিন,সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক,উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি আবু হানিফ,ইউনিয়ন ছাত্রলীগের সহ সভাপতি হাবিবুর রহমান হাবিব প্রমুখ।
ভালুকা উপজেলা ছাত্রলীগের অর্থ বিষয়ক সম্পাদক রাইসুল ইসলাম রুবেল জানায়, ‘জাতির এই ক্লান্তিলগ্নে আমার মানবিক দিক বিবেচনা করেইনিজ অর্থায়নে এই খাদ্য সামগ্রী বিতরণ করেছি।আমরা উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক উপজেলায় হ্যান্ড স্যানিটাইজার,মাস্ক ও খাদ্য সামগ্রী বিতরন করেছে। মানুষের যাতে কোন খাদ্য সংকট না হয় সেদিকে আমরা লক্ষ্য রাখবো। আপনারা সরকারী নির্দেশ মোতাবেক সব নিয়ম মেনে চলে ঘরে থাকুন। আমরা সম্মিল্বিত ভাবে করোনা যুদ্ধে জয়ী হবো ইনশাল্লাহ। ’


