ভালুকায় অসহায় পরিবারের মাঝে ‘বন্ধু ডট কমের’ খাদ্যসামগ্রী বিতরন
প্রকাশিতঃ ১১:২৩ অপরাহ্ণ | এপ্রিল ০৯, ২০২০
নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবর: নোভেল করোনাভাইরাস সংক্রমণ রোধে দেশের সকল প্রকার কল-কারখানা ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ায় দেশের বিপুল সংখ্যক মানুষ কর্মহীন হয়ে পড়েছে। সেই সব কর্মহীন অসহায় নিম্নআয়ের পরিবারের পাশে দাঁড়িয়েছে ভালুকার এস.এস.সি ২০০১ সাল ব্যাচের বন্ধুদের সামজিক সংগঠন ‘বন্ধু ডট কম’।
বৃহস্পতিবার দিনব্যাপী উপজেলার বিভিন্ন স্থানে ‘বন্ধু ডট কমের’ প্রায় ৬০ সদস্যের নিজস্ব তহবিল থেকে ১৫০টি পরিবারকে সহায়তা করা হয়।খাদ্য সামগ্রীর মাঝে ৪কেজি চাল, ২কেজি আলু, ৭০০গ্রাম ডাল, ১ লিটার সয়াবিন তৈল, ১কেজি পেয়াজ ও একটি সেভলন সাবান বিতরণ করা হয়।
সামজিক সংগঠন ‘বন্ধু ডট কম’ এর সভাপতি মোক্তাদির রুবেল জানান, দেশের এ ক্রান্তিকালে সামাজিক দায়বন্ধতা থেকেই বন্ধুদের কাছ থেকে চাদা তুলে মানুষের পাশে দাঁড়িয়েছি। দেশের পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আগ পর্যন্ত চেষ্টা করবো মানুষের পাশে থাকার জন্য।



