ভালুকায় অসহায় মানুষের পাশে দাঁড়ালেন আবু সাঈদ সরকার
প্রকাশিতঃ ১২:০২ পূর্বাহ্ণ | এপ্রিল ১১, ২০২০
সারোয়ার হাসান সজীব, ভালুকার খবর: ভালুকায় নোভেল করোনাভাইরাসের প্রভাবে কর্মহীণ হয়ে পড়া গরিব অসহায় খেটে খাওয়া ও গৃহ বন্দী মানুষের পাশে দাঁড়িয়েছেন উপজেলার মেদুয়ারী ইউনিয়নের বরাইদ গ্রামের আবু সাইদ সরকার।
তাঁর নিজ উদ্যোগে ও নিঝুরী গ্রামের আরিফুল ইসলামের সহযোগীতায় সমাজের সহৃদয়বান, বিত্তবান, পেশাজীবীদের আর্থিক সহযোগীতায় ৫কেজি চাল, ১কেজি আলু,আধা কেজি তেল, আধা কেজি ডাল, আধা কেজি পেয়াজ, ১কেজি লবণ ও ১ টি সাবান অসহায় মানুষদের বাড়ি বাড়ি গিয়ে তালিকা তৈরি করে পৌছে দিচ্ছেন।
আবু সাঈদ সরকার জানান, ‘ইতিমধ্যেই খাদ্যসামগ্রী বিতরণের জন্য আমি এবং আমার এক সহযোগী আরিফুল ইসলাম এর মাধ্যমে অসহায় পরিবারের মাঝে পৌছে দিচ্ছি। এই সংকটময় পরিস্থিতিতে অসহায় দারিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ জন্য সমাজের বিত্তবান পেশাজীবি ব্যাক্তিগণকে সহযোগিতার হাত বাড়িয়ে এগিয়ে আসার আহ্বান জানাই।
আরিফুল ইসলাম বলেন, ‘আমি ও আবু সাঈদ সরকার ভাই খোঁজে খোঁজে অসহায় মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে পরিবারের মাঝে খাদ্য সামগ্রী পৌছে দিচ্ছি। সমাজের বিত্তবানদের সহযোগীতা পেলে আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে। মানুষ মানুষের জন্য।


