|

ভালুকায় পাইলট স্কুল মাঠে কাঁচা বাজার স্থানান্তরে এলাকাবাসীর প্রতিবাদ

প্রকাশিতঃ ১১:৪৭ অপরাহ্ণ | এপ্রিল ১৩, ২০২০

নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবর: ভালুকায় করোনাভাইরাস সংক্রাম প্রতিরোধের জন্য সামাজিক দূরত্ব বজায় নিশ্চিত করে বাজার ক্রয় বিক্রয় করার লক্ষে পৌরসভার সকল প্রকার কাঁচা বাজার ভালুকা পাইলট স্কুল মাঠে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছেন পৌর কর্তৃপক্ষ। পাইলট স্কুল মহল্লাটি ঘনবসতি পূর্ণ হওয়ায় সেখানে কাচা বাজার স্থানান্তর করার সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন এলাকাবাসী।

সোমবার সন্ধ্যায় পাইলট স্কুল মোড়ে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয় স্থানীয়রা। এসময় অন্যান্নদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি এ্যাড. শওকত আলী, আব্দুল জলিল মাস্টার, এ্যাড. এস.এম জামান, শরিফ খাঁন, নাজমুল হক, মিজবাহুল ইনলাম সা‘দ, সাদেকুর রহমান সোহাগ, আনারুল হক, আনোয়ার হোসেন রানা প্রমুখ।

উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি এ্যাড. শওকত আলী বলেন, ‘পাইলট স্কুল মহল্লাটি পৌরসভার একটি অধিক ঘনবসতিপূর্ণ এলাকা। এখানে কোন ভাবেই এ বাজার স্থানান্তর করা উচিৎ নয়। এ মহল্লায় প্রায় ৪হাজার মানুষের বসবাস। গোটা পৌরসভার বাজারের স্থান এখানে করা হলে করোনা প্রতিরোধের চেয়ে বিস্তার ঘটবে।’

তিনি আরও বলেন ‘আমি মেয়র সাহেবকে বলেছি যে, ভালুকা বাসট্যান্টের মাইক্রো স্ট্যান্ড এলাকায় বিএনপি অফিস থেকে সরকারী বালিকা স্কুলের সামনে বড় জায়গা খালি রয়েছে। অথবা ভালুকা সরকারী হাসপাতালের ব্রিজের পশ্চিম পাশে খিরু নদির পাড়ে একটি বড় মাঠ রয়েছে। সেখানে বাজারটি স্থানান্তর করলে কারও কোন অসুবিধা হবেনা।’

উপজেলা নির্বাহী অফিসার মাসুদ কামাল বলেন, ‘স্থানীয় সরকারের এমন একটি নির্দেশনা রয়েছে। কিন্তু এ বিষয়ে আমাকে কেউ কিছু বলেনি। বিষয়টি পৌর কৃর্তৃপক্ষের। এ বিষয়ে মেয়র মহোদয় ভালো বলতে পারবেন।’

পৌর মেয়র ডা. এ.কে.এম. মেজবাহ উদ্দিন কাইয়ুমের ব্যবহৃত ফোন নাম্বারটি বন্ধ পাওয়ার কারণে বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

Print Friendly, PDF & Email