|

ভালুকায় স্বেচ্ছাসেবকের উপর সন্ত্রাসী হামলা

প্রকাশিতঃ ৪:৩৭ অপরাহ্ণ | এপ্রিল ১৫, ২০২০

নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবর: ভালুকায় করোনাভাইরাস প্রতিরোধ স্বেচ্ছাসেবক টিমের সদস্যদের উপর সন্ত্রাসী হামলা হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার বিকালে উপজেলার কাচিনা ইউনিয়নে। এ ঘটনায় আহত স্বেচ্ছাসেবক মেহিদি হাসান উদয়ের বাবা ওয়াহিদুজ্জামান বাদি হয়ে ১৩ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরও ৪/৫ জনকে আসামী করে ভালুকা মডেল থানায় অভিয়োগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, কোরোনাভাইরাস প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি ও করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া মানুষকে ত্রাণ দেওয়া লক্ষ্যে তালিকা করে বাড়ি ফেরার সময় পূর্ব পরিকল্পিত ভাবে সন্ত্রাসীরা ওই স্বেচ্ছাসেবক টিমের সদস্যদের উপর এলাপাথারী ভাবে হামলা চালিয়ে ব্যাপক মারপিট করে। এতে মেহিদি হাসান উদয় গুরতর ও তাঁর সহকর্মীরা আহত হয়। পরে স্বেচ্ছাসেবকদের ডাক চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

আহত মেহিদি হাসান উদয়ের বাবা ওয়াহিদুজ্জামান জানান, ‘আমার ছেলে এলাকাবাসীর সাথে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য সরকারী নিয়ম মাফিক স্বেচ্ছায় লকডাউনের লক্ষ্যে রাস্তায় বাস বাঁধে। একারনে রাস্তা দিয়ে অবাদে চলাচল করা ওই সব এলাকায় চিহ্নিত সন্ত্রাসীরা আমার ছেলের উপর ক্ষিপ্ত হয়। আমার ছেলে কোমরের হাড়ে ৩টি ফাটল ধরেছে। নির্মম ভাবে আমার ছেলেকে ওরা মেরেছে। আমি এর বিচার চাই।,

স্বেচ্ছাসেবী সংগঠন অভ্যুদয়ের সভাপতি আসাদুজ্জামান সুমন বলেন, ‘দেশের ও দেশের মানুষর জন্য কাজ করতে গিয়ে যদি এমন ভাবে মার খেতে হয়। তখন এটা আমাদের জন্য খুবই দু:খজনক। আমরা নিজের জীবন বাজী রেখে মানুষকে সচেতন করতে কাজ করছি। আমি ভালুকার স্বেচ্ছাসেবী সমাজের পক্ষ থেকে এ হামলার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। উপজেলা প্রশাসনের প্রতি অনুরোধ রাখছি অতি দ্রুত যেন সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হয়।’

মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাঈন উদ্দিন জানান, ‘অভিযোগ পেয়েছি, যতদ্রুত সম্ভব আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

সহকারী কমিশনার ভূমি রোমেন শর্মা জানান, ‘বিষয়টা আমরা জেনে থানার অফিসার ইনচার্জ সাহেবকে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানিয়েছি।’

Print Friendly, PDF & Email