|

‘এমন একজন জনবান্ধব চেয়ারম্যান পেয়ে সত্যিই আমরা হবিরবাড়িবাসী ধন্য’

প্রকাশিতঃ ১১:১১ অপরাহ্ণ | এপ্রিল ১৬, ২০২০

হাবিব জিহাদী:

সেই ২০১৬ সাল থেকে শুরু জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হন তিনি। বয়স কম ও শিক্ষিত মার্জিত রুচির মানবিক মানুষ হওয়ায় সকল স্তরের মানুষের নজর কাড়তে সমর্থ হন তিনি। এই যে পথ চলা শুরু আর পিছনে তাকানোর সময় হয়নি। হবিরবাড়ী ইউনিয়ন কে মাদকমুক্ত রাখতে যুদ্ধ ঘোষণা করেন তিনি অতপর বিজয়ী হন।

অল্প সময়েই ভালুকায় চেয়ারম্যানদের শিরোমনিতে পরিনত হন। অসহায় মানুষের সেবায় নিজেকে সপে দিয়েছেন, মসজিদ, মাদরাসা, মন্দির সহ সকল সামাজিক কাজে তার উপস্থিতি মানুষের মাঝে তৃপ্তির ঢেঁকুর তোলে।

তাঁর এই তিন বছরে যে পরিমান কাজ হয়েছে হবিরবাড়ী ইউনিয়নে অন্য কোন চেয়ারম্যান এর আমলে এতো কাজ হয়নি। তিনি সর্ব সময় সর্বত্র জনগণের কল্যাণে নিয়োজিত। তারই ধারাবাহিকতায় করোনা প্রতিরোধ করতে তিনি সেই শুরু সময় থেকেই জনসাধারণকে সতর্ক করে আসছেন।

উপজেলা পরিষদ চেয়ারম্যান হবিরবাড়ির কৃতি সন্তান আলহাজ্ব আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি)র সহযোগিতা নিয়ে আবার কখনো নিজ উদ্যোগে বাজার থেকে বাজার, মোড় থেকে মোড়, এক গলি থেকে আরেক গলি পর্যন্ত সেই ভোর থেকে মধ্যরাত পর্যন্ত জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন।

কখনো হ্যান্ড মাইক হাতে আবার কখনো নিজেই সহকর্মী ও সেচ্ছাসেবীদের নিয়ে রাস্তায় রাস্তায় ছিটাচ্ছেন জীবাণু নাশক ঔষধ। মাস্ক বিতরণ, মসজিদে সাবান বেঁধে দেওয়া ও কর্মহীন মানুষের ঘরে ঘরে খাবার সামগ্রী পৌঁছানোর ব্যবস্থাও করছেন। করোনা প্রতিরোধ করতে করেছেন মসজিদ ভিত্তিক করোনা প্রতিরোধ কমিটি।

এমন একজন জনবান্ধব চেয়ারম্যান পেয়ে সত্যিই আমরা হবিরবাড়িবাসী ধন্য।

লেখক, শিক্ষক ও সমাজকর্মী।

Print Friendly, PDF & Email