ভালুকায় মিথ্যা অপবাদের প্রতিবাদ
প্রকাশিতঃ ১:১১ পূর্বাহ্ণ | এপ্রিল ১৭, ২০২০
নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবর: ভালুকায় মেদুয়ারী ইউনিয়নের বরাইদ গ্রামের বিশিষ্ট সমাজ সেবক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. আকতার হোসেন সরকার তাঁর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ জানিয়েছেন।
বৃহস্পতিবার বিকালে বরাইদ বাজারে আকতার হোসেন সরকারের ব্যাক্তিগত কার্যালয়ে সাংবাদিকদের সাথে ওই অপপ্রচারের প্রতিবাদ জানান। এ বিষয়ে তিনি বাদি হয়ে ভালুকা মডেল থানায় একটি সাধারণ ডায়রী (নং-৪৮৭ তারিখ: ১৫/৪/২০২০) করেছেন।
সাধারণ ডায়রী সূত্রে জানা যায়, গত মঙ্গলবার বিকালে ‘Beautiful Bhaluka’ নামক একটি ফেসবুক পেইজ থেকে লোহবৈ এ এইচ সরকার বালিকা উচ্চ বিদ্যালয় মেনেজিং কমিটির সভাপতি ও স্থানীয় সাংসদের বিয়াই হিসেবে আকতার হোসেনের নেতৃত্বে বিদ্যালয়ের হল রুমে করোনা প্রতিরোধের লকডাউনের সুযোগে জুয়া খেলায় মেতে উঠেছে বলে মিথ্যা অপবাদ দিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেয়। এতে তাঁর মান সম্মানের ব্যাপক ক্ষতি সাধিত হয়।
বিশিষ্ট সমাজ সেবক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. আকতার হোসেন সরকার বলেন, ‘একটি কুচক্রি মহল আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে মিথ্য তথ্য দিয়ে আমার সম্মানহানীর চেষ্টা করেছে। প্রকৃত পক্ষে লোহবৈ এ এইচ সরকার বালিকা উচ্চ বিদ্যালয়ের নাইটগার্ড থাকার রুমে বাজারের দোকান পাট বন্ধ থাকায় মাঝে মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে সমাজের কয়েকজন চা খেতে যাই। আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। ’


