ভালুকায় করোনাভাইরাস সচেতনতায় স্বেচ্ছাসেবীদের উদ্যোগে মাইকিং
প্রকাশিতঃ ১২:০২ পূর্বাহ্ণ | এপ্রিল ১৯, ২০২০
নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবর: ভালুকা করোনাভাইরাস প্রতিরোধ সেচ্ছাসেবক টিমের স্বেচ্ছাসেবীরা নিজস্ব উদ্যোগে এলাকার মানুষকে সচেতন করতে মাইকিং করেছে। শুক্রবার বিকালে উপজেলার হবিরবাড়ী ইউনিয়ন ০৩ নং ওয়ার্ড পাড়াগাঁওয়ে স্বেচ্ছাসেবকরা ওই সচেতনামূলক মাইকিং করেন।
এসময় তারা মানুষকে ঘর থেকে বের না হতে অনুরোধ জানান, চা-স্টল, সেলুন এর দোকান না খোলার জন্য অনুরোধ জানান। এলাকায় বাইরের লোক প্রবেশ না করানুর অনুরোধসহ করোনাভাইরাস সংক্রামন ঠেকানোর জন্য নানা রকম প্রচারণা চালান।
এসময় স্থানীয় ওয়ার্ডের মেম্বার বুলবুল ইসলাম, স্বেচ্ছাসেবক রাকিব সিকদার, রতন শিকদার, জাহিদ শিকদার, আসিফ আহমেদ, জাহাঙ্গীর আলম, পারভেজ মোশারফ প্রমুখ উপস্থিত ছিলেন।



